পৃষ্ঠাসমূহ

রবিবার, ১ মে, ২০১১

তেতুল গাছের ভূত

আমরা জানি যে গাছ দিনের বেলায় CO২ গ্যাস গ্রহন করে এবং O২ গ্যাস ত্যাগ করে।কিন্তু রাতের বেলায় গাছ অল্প পরিমানে O২ গ্যাস গ্রহন করে এবং CO২ গ্যাস ত্যাগ করে। তাই রাতের বেলায় কোন গাএছর নীচে বসা ঠিক নয়। (নিম গাছ ব্যতিক্রম)।
 তেতুল একটি বহুপত্রবিশিষ্ট বৃক্ষ, তাই রাতের বেলায় এটি অধিক O২ গ্যাস গ্রহন করে এবং CO২ গ্যাস ত্যাগ করে। ফলে তেতুল গাছের চারপাশ থাকে অক্সিজেন শূন্য। এমতাবস্থায় কোন লোক তেতুল গাছের নিচে দিয়ে যাওয়ার সময় প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে আজ্ঞান হয়ে ঘাড় বাকা হয়ে যেতে পারে, মারাও যেতে পারে।
আমরা এই অবস্থাকেই ভূতে ধরা বলি।
এ জতীয় অবস্থায় প্রথমিকভাবে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ ভূতে ধরা ব্যাক্তির জন্য জরুরী, ওঝা নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন